
অন্যপ্রকাশ
‘সৃজনশীল প্রকাশনায় উৎকর্ষের সন্ধানে'-এই স্লোগান নিয়ে ১৯৯৭-এর ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ। ঠিক আগের বছরই উদ্যাপিত হয়েছে মুক্তিযুদ্ধের রজতজয়ন্তী। দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে নবরূপে। সর্বত্র নবসৃষ্টির প্রাণময়তা। সেসময় আমাদের দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন সৃজনশীল প্রকাশনা প্রায় ছিল হাতে গোনা। আমাদের পাঠকসংখ্যা প্রচুর বাড়লেও এবং আন্তর্জাতিকভাবে মুদ্রণ মান বেশ উন্নত হলেও, আমরা মনে করেছিলাম আমাদের দেশের সৃজনশীল প্রকাশনাশিল্প যথেষ্ট অগ্রগতি হয় নি । মুদ্রণ ও বিপণন—দুই ক্ষেত্রেই উন্নতির এক বিশাল সম্ভাবনা তখনো ছিল, এখনো আছে। আমাদের এই বিশ্বাস ও প্রকাশনা জগতে আমাদের অভিজ্ঞতা—এই দুটি বিষয় আমাদের অনুপ্রাণিত করেছে 'অন্যপ্রকাশ' প্রতিষ্ঠা করতে। প্রতিষ্ঠার পর থেকেই প্রকাশনার উৎকর্ষ সাধনে আমাদের নিরন্তর প্রচেষ্টা,